Add-Here

as

অভিনন্দন বাংলাদেশ দলকে!

অভিনন্দন বাংলাদেশ দলকে! মুস্তাফিজুর রহমানের ধস নামানো বোলিংয়ে সিরিজের ৩য় ম্যাচে জিম্বাবুয়ে ৬১ রানে হারিয়ে ৩-০ তে সিরিজ নিশ্চিত করলো টাইগাররা! টানা ৪ টি সিরিজ জয়ের পাশাপাশি এ বছরে ২য় বাংলাওয়াশ করার গৌরবও অর্জন করলো বাংলাদেশ!

আমার বাংলাদেশ,,আমার গর্ব, তোমাদের গর্বে আজ আমরা গর্বিত,,ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট দলকে,,তাই বলে কেউ ভেবো না জিম্বাবুয়ে হেরে গেছে,,আমার মতে জিম্বাবুয়ে জিতেছে, কারন কেউ অষ্ট্রলিয়া নিরাপত্তার ওযুহাত দেখিয়ে আসেনি,,,সাউথ আফ্রিকা নারী দল একি কাজ করেছে,,,কিন্তু জিম্বাবুইয়ান রা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ সম্পূণ নিরাপদ,,,ধন্যবাদ জানাই জিম্বাবুইয়ান দলকে,,,তোমরাই আমাদের দেশের মানসম্মান রেখেছো,,,,
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment