Add-Here

as

নতুন ঝামেলায় পড়ল বিপিএল

২২ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিপিএলের তৃতীয় আসর হওয়ার কথা। কিন্তু এর মধ্যে শ্রীলঙ্কার নিউজিল্যান্ড সফর আছে, যে সফরে এই ১৬ জনের বেশ কয়েকজন থাকবে। এসএলসি চায়, যাঁরা দলে থাকবে না, তাঁরা বিপিএলের পরিবর্তে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট খেলুক। শ্রীলঙ্কার নিউজিল্যান্ড সফর ২৭ নভেম্বর শুরু। আর ঘরোয়া টুর্নামেন্টটি শুরু হবে ২০ নভেম্বর।
বিপিএল কর্তৃপক্ষ ২৫ জন লঙ্কান খেলোয়াড়ের এনওসি চেয়েছে। এর মধ্যে ১৭ জন বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ। বাকি যারা চুক্তিতে নেই, তাদেরও নিজ নিজ ক্লাবের অনুমতি নিতে হবে। ক্লাবগুলো চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের ছেড়ে দিলে আপত্তি করবে না এসএলসি। তবে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ছাড়বে না লঙ্কান বোর্ড।
প্রিমিয়ার লিমিটেড ওভারস টুর্নামেন্টে ক্লাবগুলো যেন তাদের সেরা খেলোয়াড়দের পায়, টুর্নামেন্টটি যেন প্রতিযোগিতামূলক হয়, এ কারণে এসএলসি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। সাঙ্গাকারা-জয়াবর্ধনের বিদায়ের পর লঙ্কার ক্রিকেটে যেন এক ধরনের শূন্যতা দেখা দিয়েছে। এ বছর ঘরোয়া ক্রিকেটের মান বাড়ানোর দিকে তাই মনোযোগ দিয়েছে এসএলসি। ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফিও বাড়িয়েছে শ্রীলঙ্কা।


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment