বাংলার টাইগার...... তামিম ইকবালঃ (ককটেল) ৩-৪টা আছাড় খাইয়া তারপর ফাটবে..!! ইমরুল কায়েসঃ (ম্যাচের কাঠি) জ্বললে জ্বলবে, না জ্বললে শেষ..!! সৌম্য সরকারঃ (মেশিন গান) বুলেট দেওয়ার সঙ্গে সঙ্গে ফাটতে শুরু করবে অর্থাৎ মাঠে নামতেই মার শুরু থামাথামি নাই..!! মুশফিকুর রহিমঃ (পকেট ডায়নামো) সাইজে ছোট হইলে কি হবে? ফাটলে খবর আছে..!! মাহমুদুল্লাহ রিয়াদঃ (ট্রাফিক জ্যাম) কখন গাড়ি ছাড়বে ঠিক নাই..!! সাকিব আল হাসানঃ (পরমানু বোমা) ফাটলে প্রতিপক্ষ তামা-তামা মুমিনুল হকঃ (অটো) সাইজে ছোট হওয়ায় জোরে চলতে ভয় পায় কিন্তু ফাঁকা পাইলে টান মারে..!! নাসির হোসেনঃ (পুরানা বাইক) স্টার্ট হইতে সমস্যা হয় কিন্তু স্টার্ট হইলে ব্রেক ধরা যায় না..!! সাব্বির রহমানঃ (হাইব্রিড) কঠিন খেলোয়াড় মাইরি। ছক্কা ছাড়া তার চলেই না। ছক্কা তার চাইই চাই, তাও আবার হাইব্রিড ছক্কা..!
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment