Add-Here

as

বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার সোমবার রাতেই কন্যা সন্তানের বাবা হয়েছেন

ডাক্তার ২১ নভেম্বরের তারিখটা বেঁধে দিয়েছিলেন। কিন্তু, এর আগেই যে ‘রাজকন্যা’ চলে আসবেন সেটা বোঝাই যাচ্ছিল। কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন সাকিব আল হাসান। এবার সেখান থেকেই আসলো সুসংবাদ। জানা গেছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার সোমবার রাতেই কন্যা সন্তানের বাবা হয়েছেন। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার ভোর চারটার দিকে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। পারিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত করা গেছে।
সাকিব এই মুহূর্তে স্ত্রী-সন্তানের পাশেই আছেন। আর জানা গেছে, মা ও শিশু দু’জনেই সুস্থ আছেন। স্ত্রীর চাওয়াতেই তিনি জিম্বাবুয়ে সিরিজে খেলতে এসেছিলেন। আর প্রথম ম্যাচে পাঁচ উইকেট দলকে জিতিয়েও দিয়েছেন। আর সন্তান হওয়ার সময় স্ত্রীর পাশে থাকতেই তিনি ফিরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment