একটা কথা না বলে থাকতে পারলাম না । জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের খেলায় অবশ্যই একজন বাংলাদেশী হিসেবে নিজ দেশ বাংলাদেশকে সাপোর্ট করবো কিন্ত অন্য দেশকে অসম্মান কেনো করছেন? আজ আমাদের সুদিন বলে? আজ আমাদের দেশে সাকিব, মাশরাফি, তামিম, মোস্তাফিজ আছে বলে? ভাই, মনে রাইখেন এরা একদিন ছিলো না, এক সমসময় বাংলাদেশও পাড়ার ক্রিকেট খেলত । ম্যাচের পর ম্যাচ, ইনিংসের পর ইনিংস, বছরের পর বছর হারত । সারা বিশ্ব হাসত আমাদের খেলা দেখে । সেই সময় পাশে ছিল এই জিম্বাবুয়েই । স্ট্রিক, ফ্লাওয়ার ব্রাদার্স, ক্যাম্পবেল, গডউইনের জিম্বাবুয়ে রাজত্ব করত তখন আর সেই জিম্বাবুয়েই কিনা খেলতে আসত বাংলাদেশে ! হারাত বাংলাদেশকে আবার বলত - তোমরা খেলে যাও, যত খেলবে তত উন্নতি করবে । বিশ্বের নামি দামী দেশ যখন আমাদের সাথে খেলে নাই তখন ম্যাচের পর ম্যাচ খেলছে দূর আফ্রিকার এই দেশটি । সেদিনের সেই ছোট্ট বাঘ আজ বড় হয়েছে, তার হুঙ্কার শুনছে সারা বিশ্ব । কিন্তু তাই বলে আজ আমরা কেনো ভুলে যাবো বাংলাদেশের ক্রিকেটে জিম্বাবুয়ের অবদান? আজ অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাতে আসে নাই, সাউথ আফ্রিকার নারী দল তাদের সফর বাতিল করেছে । কি দরকার ছিলো এখন জিম্বাবুয়ের আসার? কিন্তু ওরা এসেছে । অজিরা সাধা চামড়ার জাত, তেনারা দামি ব্যাক্তি। জিম্বাবুয়েনরা গরীব। গরীবরা তাদের নিরাপত্তা নিয়ে ভাবেনা কিন্তু এই জিম্বাবুয়েনরাই আমাদের সত্যিকারের বন্ধু । বন্ধুত্বে কখনো হার জিত থাকেনা ।
You can't but feel proud!
একটা কথা না বলে থাকতে পারলাম না । জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের খেলায় অবশ্যই একজন বাংলাদেশী হিসেবে নিজ দেশ বাংলাদেশকে সাপোর্ট করবো কিন্ত অন্য দেশকে অসম্মান কেনো করছেন? আজ আমাদের সুদিন বলে? আজ আমাদের দেশে সাকিব, মাশরাফি, তামিম, মোস্তাফিজ আছে বলে? ভাই, মনে রাইখেন এরা একদিন ছিলো না, এক সমসময় বাংলাদেশও পাড়ার ক্রিকেট খেলত । ম্যাচের পর ম্যাচ, ইনিংসের পর ইনিংস, বছরের পর বছর হারত । সারা বিশ্ব হাসত আমাদের খেলা দেখে । সেই সময় পাশে ছিল এই জিম্বাবুয়েই । স্ট্রিক, ফ্লাওয়ার ব্রাদার্স, ক্যাম্পবেল, গডউইনের জিম্বাবুয়ে রাজত্ব করত তখন আর সেই জিম্বাবুয়েই কিনা খেলতে আসত বাংলাদেশে ! হারাত বাংলাদেশকে আবার বলত - তোমরা খেলে যাও, যত খেলবে তত উন্নতি করবে । বিশ্বের নামি দামী দেশ যখন আমাদের সাথে খেলে নাই তখন ম্যাচের পর ম্যাচ খেলছে দূর আফ্রিকার এই দেশটি । সেদিনের সেই ছোট্ট বাঘ আজ বড় হয়েছে, তার হুঙ্কার শুনছে সারা বিশ্ব । কিন্তু তাই বলে আজ আমরা কেনো ভুলে যাবো বাংলাদেশের ক্রিকেটে জিম্বাবুয়ের অবদান? আজ অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাতে আসে নাই, সাউথ আফ্রিকার নারী দল তাদের সফর বাতিল করেছে । কি দরকার ছিলো এখন জিম্বাবুয়ের আসার? কিন্তু ওরা এসেছে । অজিরা সাধা চামড়ার জাত, তেনারা দামি ব্যাক্তি। জিম্বাবুয়েনরা গরীব। গরীবরা তাদের নিরাপত্তা নিয়ে ভাবেনা কিন্তু এই জিম্বাবুয়েনরাই আমাদের সত্যিকারের বন্ধু । বন্ধুত্বে কখনো হার জিত থাকেনা ।
0 comments:
Post a Comment