Add-Here

as

সিলেটে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগের ম্যাচ আয়োজনের দাবিতে রোববার মানববন্ধন

সিলেটে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগের ম্যাচ আয়োজনের দাবিতে রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকেল ৩টায় মানববন্ধনটির আয়োজন করে চেজ বিগিনস নামের একটি সামাজিক সংগঠন।
বিশালাকার মানববন্ধনে উপস্থিত সবাই সিলেটে বিপিএলের ম্যাচ আয়োজনের জন্য জোর দাবি জানান। মিসবাহ উদ্দিন আহমেদ ও দেবাশিস দেবুর যৌথ পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ক্রীড়া অ্যাসোসিয়েশন ও সিলেট ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও সিলেট সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এমদাদুল হক এবং আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিথিদের পাশাপাশি মানববন্ধনে বক্তব্য রাখেন চেজ বিগিনসের সভাপতি শাকিল জামান।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটে নিয়মিত ক্রিকেট ম্যাচ আয়োজন এখানকার মানুষের প্রাণের দাবি। ক্রীড়াপ্রেমি সিলেটবাসী ইতিপূর্বে নির্বিঘ্নে ও সফলভাবে আন্তর্জাতিক ফুটবল ও ক্রিকেট ম্যাচ আয়োজন করেছে। দুদুটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রেখেও বিপিএলে সিলেটে কোনো ম্যাচ না দেওয়া সিলেটবাসীর জন্য অবমাননাকর।
মানববন্ধনে আসা অনেকেই বিপিএলে খেলোয়াড় বাছাইয়ের পদ্ধতির নিন্দা করেন। তাঁদের মতে, বিপিএলে সিলেটের দল সিলেট সুপার স্টার্সের ফ্র্যাঞ্চাইজিতে সিলেটের কেউ যুক্ত না থাকায় সিলেটী খেলোয়াড়েরা নিগ্রহের শিকার হচ্ছেন। সিলেটের স্বনামধন্য খেলোয়াড় ইমতিয়াজ হোসেন তান্না, এজাজ আহমেদসহ অনেক ক্রিকেটার বিপিএলে খেলার যোগ্যতা রাখেন বলে মনে করছেন তাঁরা।
পরিশেষে বক্তারা সিলেটের মাঠে ঘরোয়া ও আন্তর্জাতিক খেলা আয়োজন ও সিলেটের প্রতিভাবান খেলোয়াড়দের প্রাধান্য দেওয়ার উপর জোরদার আরোপ করেন।

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment